৪৭তম বিসিএসের অবাস্তবিক সময়সূচির প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি:

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার অবাস্তবিক ও বৈষম্যমূলক সময় নির্ধারণের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “পিএসসি ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য যে সময়সূচি ঘোষণা করেছে, তা বাস্তবসম্মত নয় এবং অন্যান্য বিসিএস পরীক্ষার তুলনায় বৈষম্যমূলক। আমরা যুক্তিসংগত সময় পুনর্নির্ধারণের দাবি জানাই।”

তারা আরও অভিযোগ করেন, গত বৃহস্পতিবার ও সোমবার পিএসসি ভবনের সামনে পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেও পিএসসি কর্তৃপক্ষের স্বেচ্ছাচারী মনোভাব এবং পুলিশের হামলার শিকার হন আন্দোলনকারীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী এক পরীক্ষার্থী বলেন, “আমাদের দাবি একটাই বিসিএস লিখিত পরীক্ষার দুই মাস আগে আমাদের রুটিন দিতে হবে। এক্ষেত্রে পরীক্ষাটা আমরা জানুয়ারির দিকে নেওয়ার দাবি জানাচ্ছি। বলা হতে পারে যে নির্বাচনের কারণে এটিতে অনিশ্চয়তা তৈরি হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অনিশ্চয়তা, এটিতে আমরা ৪৭ বিসিএস লিখিত পরীক্ষার্থীরা কেন ভুক্তভোগী হবো? যদি অনিশ্চয়তার দোহাই দিয়ে আমাদের দুই মাসের মধ্যে রিটেন পরীক্ষা নিয়েও নেওয়া হয়; ৪৪, ৪৫, ৪৬ তম তিনটি বিসিএসই বাকি আছে তাহলে এক বছরের মধ্যে কি আমাদের নিয়োগ দেওয়ার নিশ্চয়তা দিতে পারবে? নিয়োগ হবে সেই ৪ বছর পরেই। তাহলে কেন এই দুই মাসের মধ্যেই আমাদের পরীক্ষা নিয়ে নিতে হবে।”

এছাড়াও প্রতিবাদকারীরা পিএসসির কাছে যৌক্তিক সময়সূচি নির্ধারণ ও শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলার নিন্দা জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *