হারাগাছ প্রতিনিধি:
হারাগাছ পৌর এলাকার সারাই বাজারস্থ হাজী কমপ্লেক্স (মোহনী মার্কেট) ভবনের পিছনের ব্যস্ত রাস্তাটি এখন এলাকাবাসীর জন্য ভোগান্তির নামান্তর হয়ে দাঁড়িয়েছে। গতকাল বুধবার (২৫ জুন) রাতে আবারোও কে বা কারা রাস্তার পাশেই জনাব আব্দুল হাই-এর বাড়ির সামনে পচাঁ-গলা গরুর নাড়ী-ভুড়ি ভর্তি একটি বস্তা ফেলে রেখে যায়।
এই রাস্তাটি আশপাশের স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ হাজারো পথচারীর প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা। রাস্তাটির উভয় পাশে আবাসিক ও বাণিজ্যিক ভবনের অবস্থান থাকায় এটি ঘনবসতিপূর্ণ এলাকা। দুর্গন্ধে স্থানীয়দের জীবন এখন চরম দুর্বিষহ হয়ে উঠেছে—বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ বৃদ্ধ ব্যক্তিরা পড়েছেন চরম বিপাকে।
স্থানীয় বাসিন্দা লিখন বলেন, ‘এরকম ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। আমি পৌরসভাকে জানিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এবারও সেই একই চিত্র। আমাদের আর সহ্য হচ্ছে না।’
স্কুলগামী ছাত্র সায়েম জানায়, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাই। কিন্তু দুর্গন্ধে চলা দায় হয়ে গেছে। আমাদের বিকল্প পথ ধরে যেতে হচ্ছে। এতে আমাদের সময় অপচয় ও ভোগান্তি বাড়ছে।’
এলাকাবাসী ইতোমধ্যে, হারাগাছ পৌরসভা ও হারাগাছ থানায় বিষয়টি অবহিত করেছেন। তারা আশা করছেন, এবার হয়তো এর একটি স্থায়ী সমাধান তারা পাবেন।