হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচে মাস্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২২ ব্যাচ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল মাঠে ফাইনাল ম্যাচে মাস্টার্স এবং ২২ ব্যাচ মুখোমুখি হয়। এতে মূল ম্যাচ ০-০ গোলে ড্র হলে টাইব্রেকারে ৫-৩ গোলে মাস্টার্সকে হারিয়ে বিজয়ী হয় ২২ ব্যাচ।
টুর্নামেন্টে সর্বোচ্চ ৯ গোল করে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টে হয়েছেন পল্লব এবং ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন তানজিম।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. নওশের ওয়ান, সহযোগী অধ্যাপক মো. লুতফুল আরাফাত, সহকারী অধ্যাপক হাসি আক্তার ও ইংরেজি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।