হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘A’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক শিক্ষার্থী নীরব প্রতিবাদ জানিয়েছেন।চোখে কালো কাপড় এবং মুখে জাতীয় পতাকা বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে তিনি হাদি হত্যার বিচার দাবি করেন।
সোমবার(২৬ জানুয়ারি) সকালে ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট এলাকায় এই প্রতিবাদ দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল, “বিচারটা অন্তত করুন”, “ইনসাফ না পেলে ৪০তম দিন…” এবং নিচে ইংরেজিতে “Justice for Hadi”। প্ল্যাকার্ডে নিহত হাদি’র একটি প্রতিকৃতিও সংযুক্ত ছিল।
প্রতিবাদকারী শিক্ষার্থীর পক্ষে এক শিক্ষার্থী জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাদি হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার না হওয়ায় তিনি এই প্রতীকী প্রতিবাদে নেমেছেন। তার ভাষায়, ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি থাকায় বিষয়টি সবার দৃষ্টিতে আনার জন্যই এই উদ্যোগ।
এ সময় আশপাশে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের অনেককে থেমে প্ল্যাকার্ডটি পড়তে এবং ঘটনাটি নিয়ে আলোচনা করতে দেখা যায়।
উল্লেখ্য,শরীফ ওসমান বিন হাদি ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন । চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী ‘ইনকিলাব মঞ্চ’এর মুখপাত্র ও ছাত্রনেতা ছিলেন।