হাবিপ্রবিতে নবাগত ২৫ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন।

হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে “নাইট ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ ”। নবাগত ২৫ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী এই টুর্নামেন্টের আয়োজন করেছে হাবিপ্রবি ছাত্রদল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুইদিনব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থীরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ডিভিএম ও ইইই বিভাগ। টুর্নামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ এহেসানুল কবির অর্নব, এবং মোঃ রুকুনুর জামান রুকু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা।

আয়োজক যুগ্ন আহ্বায়ক মোঃ এহেসানুল কবির অর্নব বলেন,❝বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেই আমরা এই আয়োজন করেছি। খেলাধুলা মানুষকে একত্রিত করে, এবং আমরা চাই নবীনরা হাবিপ্রবিতে ইতিবাচক পরিবেশের অংশ হয়ে উঠুক।❞

মোঃ রুকুনুর জামান রুকু বলেন,❝ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। আমরা চাই রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে।❞

উদ্বোধনী ম্যাচে উপস্থিত নবাগত শিক্ষার্থীরা এমন উদ্যোগে নিজেদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবাগত ইইই বিভাগের  শিক্ষার্থী বলেন,❝বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এমন আয়োজন আমাদের সত্যিই আনন্দ দিয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের মানসিকভাবে সতেজ রাখে, আর এই টুর্নামেন্ট আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের সুন্দর সূচনা।❞

খেলাটি দেখতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় করে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরি করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *