হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের ৮ম কার্যনির্বাহী কমিটি গঠন

হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের ৪৫ সদস্যবিশিষ্ট ৮ম কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) গঠন করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার অয়ন, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছত্র মোহন রায়।

২০ অক্টোবর (সোমবার) ক্লাবটির ৭ম কার্যনিবাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান (পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ) এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ২০২৫-২৬ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়, এবং ২১ অক্টোবর (মঙ্গলবার) ক্লাবটির সাপ্তাহিক সেশনে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। 

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মো. রাকিবুল হাসান রাকিব, শাম্মী আক্তার শেফা,নওশিন নাওয়ার রিতু সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুশফিকা আক্তার মিষ্টি,সানজিদা জামান অনন্যা,সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লাবিবা ফেরদৌসি, কিসমত আলী, ও মিন্নুর রহমান।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শাহরিয়ার অয়ন বলেন, “হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের ৮ম কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। এই পদটি শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি একটি সুযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও ফলপ্রসূ ক্যারিয়ারভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলার। এ ক্লাবের প্রতি আমার দায়বদ্ধতা এবং ভালোবাসা বহুদিনের, আর আজ সেই ভালোবাসা দায়িত্বে রূপ নিয়েছে।নেতৃত্ব মানে শুধুমাত্র দিকনির্দেশনা দেওয়া নয়, বরং একসাথে চলা, শোনা এবং গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করা। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং একাগ্রতার মাধ্যমে সব অসাধ্য সাধন করা সম্ভব। আমার ওপর অর্পিত এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। “

সাধারণ সম্পাদক বলেন, “একজন শিক্ষার্থী হিসেবে আমার যাত্রাপথে হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব ছিল দিকনির্দেশনার আলোকবর্তিকা। হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব আমার ব্যক্তিগত উন্নয়ন ও আত্মবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সংগঠন শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার গঠনে সহায়তা করার এক অনন্য প্ল্যাটফর্ম।সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত, অনুপ্রাণিত এবং কৃতজ্ঞ।আমার লক্ষ্য থাকবে সংগঠনের সকল সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর দক্ষতা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করা।আমি দৃঢ়ভাবে অঙ্গীকার করছি যে, হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে নিরলসভাবে কাজ করে যাব। আমাদের একতাবদ্ধ প্রচেষ্টাই গড়ে তুলবে একটি সফল ও দক্ষ প্রজন্ম।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *