হাবিপ্রবি প্রতিনিধি :
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’ এর কমিটি ঘোষণা করা হয়েছে । আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইকোনোমিক্স ২১ ব্যাচের শিক্ষার্থী মোঃ ইরাত আহমেদ ইমন এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন এগ্রিকালচার ২২ ব্যাচের শিক্ষার্থী নাফীস ইবনে বিলালী।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তারান্নুম ইসলাম এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির কার্যক্রম আরও গতিশীল করতে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন,আল-আমিন (ডেভেলপমেন্ট স্টাডিজ-২১),মাহিবুর রহমান (ডিভিএম-২১),তৌহিদ হাসান শান্ত (ইসিই-২১),জোনাঈদ সিদ্দিকী (ডিভিএম-২১),সুমাইয়া তাবাসসুম শোভা (এগ্রিকালচার-২১),হোমায়রা তাসনিম হিয়া (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ২১)
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন, সাকিব মিয়া (এগ্রিকালচার-২২),অংকন সাহা (মার্কেটিং-২২),নিশিতা কালওআর নিশি (এফপিই-২২),তানজিলা মুসতারি অর্পি (এগ্রিকালচার-২২),ফারজানা ইয়াসমিন জোনাকি (এগ্রিকালচার-২২)
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসাবে যুক্ত আছেন,সাংগঠনিক সম্পাদক,মেহেদী হাসান সাকীব (পরিসংখ্যান-২৩),মো আদিব বিন নাসিম (ইসিই-২৩),সিদ্ধার্থ বসাক (ফিশারিজ-২৩),ইয়াসিন আরাফাত (ইংলিশ-২৩)
সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে ইরাত আহমেদ ইমন বলেন, শেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে শেরপুর জেলার ছাত্র-ছাত্রীদের অনেক বছরের আশার প্রতিফলন ঘটেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা সবাই এবার একটি কাঠামোর মধ্যে আসতে পেরেছি। আমরা সবাই একসাথে কাজ করতে চাই যেন শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি সত্যিকার অর্থেই আমাদের সবার জন্য উপকারী হয়ে ওঠে।
সাধারণ সম্পাদক নাফিস ইবনে বিলালী বলেন, আমাদের মূল লক্ষ্যই হলো এতোদূরে এসেও নিজ জেলার মানুষদের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। পড়াশোনার তাগিদে আমরা প্রত্যেকেই নিজ শহর ছেড়ে এতদূরে এসেছি। সেখানে নিজ জেলার মানুষ আলাদা রকমের আবেগের নাম। নিজেদের মাঝে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর ক্যাম্পাসে আসা নবীন শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা খেয়াল রাখার জন্যও আমরা চেষ্টা করবো। আশা করি আমরা সকলে মিলে এ সমিতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে।