যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের সঙ্গে বাকৃবির উপাচার্যের মতবিনিময় 

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি:

যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি বিশ্ববিদ্যালয়ের (বিসিইউ) গবেষক দলের সা‌থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন গবেষণা প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।

জানা গেছে, বাকৃবির ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহার নেতৃত্বে বিসিইউর গবেষকরা ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন (ইউ‌কেআরআই) অর্থায়নে ১০ দিনব্যাপী বাংলাদেশ সফরে আসেন। সফরকালে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সৌর সেচ পাম্প (এসআই‌পি) সিস্টেম পরিদর্শন করেন।

বিসিইউ গবেষক দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. ফ্লোরিমন্ড গিনিয়াত, ড. শিশাঙ্ক , ড. খন্দোকার মিজানুর রহমান, ড. সন্দীপ ধুন্ধুমার এবং অধ্যাপক চামকর আথওয়াল।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের (বি‌জিইএফ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিপাল চন্দ্র বড়ুয়া, বাকৃবির গবেষণা ব‌্যবস্থার ভারপ্রাপ্ত পরিচালকের অধ্যাপক ড. মো. জাভিদুল হক ভূঁইয়া, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ, ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান ও অধ্যাপক ড. মো. সানাউল হুদা এবং কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম. আব্দুল্লাহ আল-আমিন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *