ময়মনসিংহ বোর্ডে পাসের হারে শীর্ষে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

বাকৃবি প্রতিনিধি

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ৪৭ শতাংশ।

চলতি বছরের পরীক্ষায় কলেজটির মোট পরীক্ষার্থী ছিল ৭৫৮ জন। এর মধ্যে পাস করেছে ৭৫৪ জন শিক্ষার্থী, আর জিপিএ–৫ পেয়েছে ৩৭৬ জন। ফলে পাসের হারের দিক থেকে বোর্ডের প্রথম স্থানে অবস্থান করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

ময়মনসিংহ বোর্ডে এবছর পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৫,৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্যা ৩৫,৬০৭ জন এবং ছাত্রী সংখ্যা ৪০,২৪৮ জন। মোট পাশকৃত পরীক্ষার্থী সংখ্যা ৩৯,০৯৬ জন। এর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ।

পাশের হার অনুযায়ী দেখা যায়— ছাত্রদের পাশের হার ৪৬ দশমিক ৮৩ শতাংশ (১৬,৬৭৬ জন) এবং ছাত্রীদের পাশের হার ৫৫ দশমিক ৭০ শতাংশ (২২,৪২০ জন)।

এ বছর ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২,৬৮৪ জন। এর মধ্যে ছাত্র ১,১১৭ জন এবং ছাত্রী ১,৫৬৭ জন।

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, আজ দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে। এর পেছনে রয়েছে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা।

তিনি আরও বলেন, মাননীয় উপাচার্য মহোদয় ও গভর্নিং বোর্ডের সহযোগিতা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিবেদিত অংশগ্রহণের সম্মিলিত ফলেই এই সাফল্য এসেছে। আমরা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *