জোবায়ের পান্না, রংপুর :
বর্তমান বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার মধ্যেও থেমে নেই আলু খেতের পরিচর্যা। মাঠজুড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গেল মৌসুমে আলু চাষে বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও এবছর নতুন করে আশা নিয়ে আবারও আলু চাষে মন দিয়েছেন তারা।
গত মৌসুমে আবহাওয়াজনিত কারণে রংপুর অঞ্চলের অনেক আলু চাষি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন। সেই ক্ষতির রেশ এখনো থাকলেও এবছর নতুন করে আশার আলো দেখছেন কৃষকরা। আর্থিক চাপের মাঝেও ভালো ফলনের প্রত্যাশায় তারা আবারও আলু চাষে মনোযোগ দিয়েছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর ঘন কুয়াশার কারণে আলু ক্ষেতে রোগবালাইয়ের ঝুঁকি থাকলেও তারা আল্লাহর ওপর ভরসা রেখেই নিয়মিত পরিচর্যা চালিয়ে যাচ্ছেন। সার প্রয়োগ, আগাছা দমন ও রোগ প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করছেন কৃষকরা, যাতে কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করা যায়।
শহরের উপকণ্ঠ কাচনা মধ্যপাড়ার একজন আলু চাষি বলেন, “গত বছর অনেক ক্ষতি হয়েছে। তবুও হাল ছাড়িনি। ঘন কুয়াশায় কিছুটা ঝুঁকি আছে, কিন্তু আমরা আল্লাহর ওপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি, এবছর ফলন ভালো হবে।”
কৃষি সম্পসারণ বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, সঠিক সময়ে পরিচর্যা ও সচেতনতা থাকলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব।