বিশেষ প্রতিনিধি :
বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রংপুর মহানগরের তিনটি বিদ্যালয়ে দুগ্ধপান (স্কুল মিল্ক ফিডিং) কর্মসূচির আয়োজন করা হয়েছে। “পারাগন ডেইরি”র আয়োজনে এবং জেলা প্রাণিসম্পদ অফিস, রংপুরের বাস্তবায়নে এই বিশেষ কর্মসূচিতে প্রায় ৬০০ জন শিক্ষার্থী ও বিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দুধ পান করানো হয়।
দুগ্ধপান কর্মসূচির প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ৩ জুলাই ২০২৫ ইং তারিখে, জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ১০ জুলাই ২০২৫ ইং তারিখে, রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) ও খ্যাতিমান পশু চিকিৎসাবিদ ড. আইনুল হক, রংপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মো. আবু সাইদ এবং রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষা অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, দুগ্ধজাত পুষ্টিকর খাদ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও পুষ্টি ঘাটতি রোধে এই ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।