বাকৃবিতে সম্প্রসারণ মাঠ সফর ওরিয়েন্টেশন–২০২৫ অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে এবং কৃষি অনুষদের বিএসসি (অনার্স) লেভেল–৪, সেমিস্টার–২ (জুলাই–ডিসেম্বর) এর শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সম্প্রসারণ মাঠ সফর ওরিয়েন্টেশন–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাসুম আহমাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান এবং অধ্যাপক ড. মো. গোলাম ফারুক।

কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক ড. তমা দেবনাথ ওরিয়েন্টেশন কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাসুম আহমাদ বলেন,“এই সম্প্রসারণ মাঠ সফর সফলভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের ধৈর্য, একাগ্রতা, সময়ানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে হবে।”

তিনি আরও বলেন, “মাঠ পর্যায়ে শালীন আচরণের মাধ্যমে নিজেদের সুনাম রক্ষার পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব।”

এ সময় তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার ৮টি উপজেলার বিভিন্ন এলাকায় ৮টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ২৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *