বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম ইন্টার্নশিপ শুরু ১০ মে

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথমবারের মতো ইন্টার্নশিপ শুরু হতে যাচ্ছে। আগামী ১০মে থেকে তিন মাসব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রামের চলবে। 

বৃহস্পতিবার (০৮ মে ) সকাল ১১ টা থেকে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ-২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

ইন্টার্নশিপের গুরুত্ব এবং দায়িত্ব সম্পর্কে  শিক্ষার্থীদের অবহিত করতে একটি প্রেজেন্টেশন প্রদান করেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রফেসর ড. কাইজার আহমেদ সুমন।  পরবর্তীতে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বিষয়ে নিজেদের অনুভূতি তুলে ধরেন।

এন্ট্রি লেভেলে যেন বেশি কর্মসংস্থানের সুযোগ হয় তা নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ ।

মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন ও প্রথম ইন্টার্নশিপ প্রোগামের সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন,”৫১ তম ব্যাচ থেকে আমাদের মাৎস্য বিজ্ঞান অনুষদে প্রথম ইন্টার্নশিপ শুরু হচ্ছে। আমরা আশা করি শিক্ষার্থীরা কর্মজীবনে পর্দাপনের আগে এই সেক্টর সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে। ৩ মাসব্যাপী ইন্টার্নশিপের প্রতিটি দিন যেন তারা শিক্ষার্থীরা উপস্থিত থাকে এবং প্রতিষ্ঠানের যথাযথ নিয়ম মেনে শিখে।”

উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন,”এই ইন্টার্নশিপের ব্যাপারে আপনারা কিছুটা বিলম্ব করেছেন। ভেটেরিনারি অনুষদ অনেক আগে থেকেই এটি করে আসছে। তবে ডিন স্যারের সক্রিয় পদক্ষেপে যে শেষ পর্যন্ত এই  অনুষদের শিক্ষার্থীরাও মাঠ পর্যায়ে যেতে পারছে এই বিষয়টি নিয়ে কৃতজ্ঞতা জানানো দরকার। শ্রেণীকক্ষের থিওরি পড়াশুনা এবং ল্যাব ওয়ার্ক সম্পূর্ণ নয় যদিনা মাঠ পর্যায়ে মাছচাষি, জেলে, উদ্যোক্তাদের সাথে এই দূরত্ব কমানো যায়। আর শিক্ষার্থীদের  বলবো, আপনারা এখন বাকৃবির প্রতিনিধি। তাই আপনারা যথার্থ ভাবে আপনাদের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরবেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *