বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘ময়মনসিংহ মুক্ত দিবস’। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে আয়োজিত এ দিবসকে ঘিরে বুধবার (১০ ডিসেম্বর) নানা কর্মসূচি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি। সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে একইসাথে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা।
শোভাযাত্রা শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধার জন্যও বিশেষ দোয়া করা হয়।