বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি খাতে স্যাটেলাইট, ড্রোন ও এয়ারবর্ন প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। ‘ইমপ্লিমেন্টেশন অব স্যাটেলাইট, ড্রোন অ্যান্ড এয়ারবোর্ন টেকনোলজিস অন অ্যাগ্রিকালচার’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬–৯৭ পুনর্মিলনী ব্যাচের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৯৬–৯৭ ব্যাচ পুনর্মিলনী ২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্ল্যা। সেমিনারটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সামসুল আলাম, অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব বি. এম. মশিউর রহমান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান। তিনি কৃষি ব্যবস্থাপনায় স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তির ব্যবহার, ফসল পর্যবেক্ষণ, রোগ শনাক্তকরণ, ফলন পূর্বাভাস এবং দুর্যোগ ব্যবস্থাপনায় এসব প্রযুক্তির সম্ভাবনা বিস্তারিতভাবে তুলে ধরেন।