বাকৃবিতে ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

বাকৃবি প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে আব্দুল জব্বার মোড়ে একত্রিত হন। সেখানে গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা অতিক্রম করে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কেয়ার মার্কেটে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে দেওয়া স্লোগানগুলোর মধ্যে ছিল ‘তুমি কে, আমি কে, হাদি, হাদি’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’।

এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মতপ্রকাশ ও প্রতিবাদের কণ্ঠ রোধের ধারাবাহিক অংশ। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী রাজনীতি ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণেই হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *