বাকৃবিতে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত 

বাকৃবি প্রতিনিধি

স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আগ্রহ তৈরি করতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের (বিডিওএএ) উদ্যোগে ২০তম বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিজ্ঞান চর্চা কেন্দ্রের আয়োজনে ময়মনসিংহ বিভাগের এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৩ জুলাই ) বাকৃবি চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (কেবি কলেজ) প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বিকাল ৩ টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। এই আয়োজনে ১৪ থেকে ১৮ বছর বয়সী ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্কুল কলেজ থেকে ৮৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। 

পরবর্তীতে শিক্ষার্থীদের নিয়ে একটি বিজ্ঞান কর্মশালা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানচর্চা কেন্দ্রের সংগঠক গৌতম কর। এসময় শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করানো হয়। 

অনুষ্ঠানে কেবি কলেজ অধ্যক্ষ ড.আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেবি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের পরিচালক (অপারেশন) ফরিদউদ্দীন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞানচর্চা কেন্দ্র বাকৃবি শাখার সভাপতি জাবের ইসলাম।

এসময় অলিম্পিয়াড প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝ থেকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জুনিয়র (স্কুল) গ্রুপ থেকে ১৫ জন এবং সিনিয়র (কলেজ) গ্রুপ থেকে ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে। বিজয়ীদের ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র ও মেডেল তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থীরা আগামী ২৬ জুলাই তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *