বাকৃবিতে আইআইএফএস এর ১ম এবং ২য় ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশীপের সনদ বিতরণ

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটি(আইআইএফএস) এর তত্ত্বাবধানে ফুড সেফটি ম্যানেজমেন্ট স্নাতক কোর্সের প্রথম দুটি ব্যাচের ইন্টার্নশীপ সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় আইআইএফএস এর কনফারেন্স রুমে সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। ১২ ক্রেডিটের ইন্টার্শীপ প্রোগ্রামের দুটি ব্যাচে সর্বমোট ৫১ জন ছাত্র-ছাত্রীকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং বাংলাদেশে প্রথমবারের মতো ছাত্র-ছাত্রীবৃন্দ বিএসটিআই’ এ ইন্টার্ণশীপ করার সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানে আইআইএফএস পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের কৃষি অনুষদীয় ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক।এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবিরসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এসময় সহকারী প্রফেসর অনরুদ্ধ সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইআইএফএস এর সহযোগী পরিচালক এবং সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘এই ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছে। আমি আশা করি, তারা অর্জিত অভিজ্ঞতা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ইংরেজি মাধ্যম হলেও ছাত্র-শিক্ষকদের মাঝে ইংরেজিতে যোগাযোগের প্রবণতা এখনো সীমিত। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে ইংরেজি যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। এজন্য সকল শিক্ষার্থীকে আরও বেশি করে ইংরেজি চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানাই।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *