বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিউট্রিশন ক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে প্রথম নারী সভাপতি হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফফাত জাহান মনোনীত হয়েছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাইদুর রহমান শামীম।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স হলে আয়োজিত ‘বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৫’ এ নবগঠিত কমিটির ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ উদ্দিন আকবর।
কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ। দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আহনাফ তাহমীদ, মো. আব্দুর রহিম এবং কানিজ ফাহমিদা জেবা, সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান সাগর এবং হৃদিতা বসাক, সাংগঠনিক সম্পাদক হাসনাইন হাসিব, কোষাধ্যক্ষ শাকিলা সুলতানা, দপ্তর সম্পাদক সুমাইয়া মির্জা, ব্যবস্থাপনা সম্পাদক শেহরিন জারা, মূদ্রণ ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসাইন ইমন, যোগাযোগ সম্পাদক নৌশিন নাওয়াল ঐশি, ক্রীড়া সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মুন্না দে, সাহিত্য সম্পাদক আজমি রহমান, তথ্যপ্রযুক্তি ও নথিপত্র বিষয়ক সম্পাদক মো. আল জুবায়ের ইমন, জনসংযোগ সম্পাদক শারমিন আক্তার স্বর্ণা, গবেষণা ও উন্নয়ন সম্পাদক অয়ন বড়ূয়া।
এছাড়াও কমিটিতে সকল পদের সহকারী হিসেবে ১২ জন এবং ৩২ জন সক্রিয় সদস্য আছেন।