রংপুর প্রতিনিধি:
ন্যায্য জ্বালানি রূপান্তর ও ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি নীতি–২০২৪ বাস্তবায়নের দাবিতে সামাজিক আন্দোলনে সাংবাদিক সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে রংপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি ২১ জানুয়ারি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর ইএসডিও ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের কামাল কাছনা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জ্বালানি খাত রাজনৈতিক প্রভাব, অদক্ষতা ও দুর্নীতির কারণে জনস্বার্থবিরোধীভাবে পরিচালিত হচ্ছে। এর ফলে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানির উৎপাদন ও সরবরাহ ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, মূল্যহার ও ভর্তুকির চাপ বেড়েছে এবং জ্বালানি সংকট অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে। বর্তমান প্রেক্ষাপটেও এসব সমস্যার কার্যকর সমাধান দেখা যাচ্ছে না। বক্তারা জোর দিয়ে বলেন, জ্বালানি কেবল প্রযুক্তিগত বা অর্থনৈতিক বিষয় নয়—এটি সামাজিক ন্যায়বিচার ও মৌলিক মানবাধিকারের প্রশ্ন।
আলোচনায় আরও উঠে আসে, জ্বালানি আধুনিক সভ্যতার অপরিহার্য অংশ এবং খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পসহ প্রতিটি খাতে এর সরাসরি ভূমিকা রয়েছে। সংবিধান অনুযায়ী জীবাশ্ম জ্বালানি সম্পদের মালিক জনগণ হলেও বাস্তবে এক শ্রেণির প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে জ্বালানি খাত জিম্মি হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি–২০২৪ একটি সময়োপযোগী উদ্যোগ, যার লক্ষ্য জ্বালানি অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা।
কর্মশালায় ক্যাবের উত্থাপিত ১৩ দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব দাবির মধ্যে রয়েছে—বিদ্যুৎ ও জ্বালানি খাতকে মুনাফাভিত্তিক বাণিজ্যিক কাঠামো থেকে সেবাখাতে ফিরিয়ে আনা, জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা কমানো, নবায়নযোগ্য বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, এলএনজি ও কয়লাভিত্তিক বিদ্যুৎ সম্প্রসারণে লাগাম টানা, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়া, বিতর্কিত চুক্তি বাতিল, জ্বালানি খাতে দুর্নীতির বিচার নিশ্চিত এবং বিদ্যমান উচ্চমূল্য হ্রাসসহ নানা দাবি অন্তর্ভুক্ত।
রংপুর জেলা ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় ক্যাবের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মারুফা কলি। শক্তি সঞ্চালন বিষয়ে আলোচনা করেন গবেষণা সমন্বয়কারী ইঞ্জিনিয়ার শুভ কিবরিয়া। শক্তি ন্যায়বিচার নিয়ে বক্তব্য দেন গবেষণা সহযোগী আনিস রায়হান। ক্যাব যুব সংসদের সদস্য আরাফি সিরাজী অন্তর ১৩ দফা দাবির বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করেন। ন্যায্য জ্বালানি রূপান্তরে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন শিক্ষক, লেখক ও গবেষক গুহর নাঈম ওয়ারা।
কর্মশালার শেষ পর্বে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে রংপুরের ৩০ জন গণমাধ্যমকর্মীসহ ক্যাব সদস্য মিলিয়ে মোট ৫০ জন অংশগ্রহণ করেন।