নিজস্ব প্রতিবেদক, রংপুর:
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীর উদ্বিগ্ন। দেশের জনজীবনে তাঁর বহু বছরের অবদান আমরা স্মরণ করি। তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যেকোনোভাবে প্রয়োজনীয় সর্বোচ্চ সহায়তা প্রদানে প্রস্তুত।”
বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। লিভারজনিত সমস্যা, কিডনি ও শ্বাসকষ্টসহ একাধিক জটিলতায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রীকে সিসিইউতে রাখা হয়েছে। ফুসফুসের সংক্রমণজনিত কারণে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং দেশের পাশাপাশি লন্ডনের একজন বিশেষজ্ঞ চিকিৎসকও মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে প্রতিদিন বৈঠক করে চিকিৎসার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি, লন্ডন থেকে খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসকরা ভার্চুয়ালি নিয়মিত চিকিৎসায় যুক্ত রয়েছেন।