নতুন বছরের শুরুতে বাকৃবি হাই স্কুলে পাঠ্যবই উৎসব

বাকৃবিবিবিশেষ সংবাদদাতা:

নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) হাই স্কুলে ‘বই বিতরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায়  স্কুলের মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন এবং এর মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীম, এবং রেজিস্ট্রার কৃষিবিদ  ড. মো: হেলাল উদ্দীন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে  আমন্ত্রিত অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে আমাদের খুব ভালো লাগছে। এখন বাড়িতে গিয়ে নতুন বইয়ের ঘ্রাণ নেবো এবং পৃষ্ঠাগুলো উল্টিয়ে দেখবো। নতুন উদ্যম নিয়ে পড়াশোনা শুরু করবো।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নতুন বছরে সকলের সাফল্য কামনা করেন। 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *