তরুণ উদ্যোক্তা গড়ার চূড়ান্ত পর্যায়ে পাঁচ উদ্ভাবনী উদ্যোগ

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা ভাবনাকে বাস্তবমুখী করার লক্ষ্যে ‘বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মাধ্যমে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা তুলে ধরার সুযোগ পান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউট (আইএডিএস) উদ্যোগে এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহায়তায় আয়োজিত এ প্রতিযোগিতা রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

ফলাফল অনুযায়ী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নির্বাচিত হয় ‘টিম গ্রিন ডাই’। প্রথম রানার আপ হয় ‘টিম ক্যালসার’ এবং দ্বিতীয় রানার আপের স্বীকৃতি পায় ‘টিম ব্রেইনিয়াক্স’। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে যথাক্রমে ‘টিম অ্যাকুয়া সেন্স’ ও ‘এগ্রি উদ্যোগ’।

আয়োজক সূত্র জানায়, ‘বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪’ শুরু হয় গত বছরের ডিসেম্বর মাসে। সারা দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটিতে আড়াই শতাধিক ব্যবসায়িক আইডিয়া জমা পড়ে। তিন সদস্যের দলভিত্তিক এসব আইডিয়ার মধ্য থেকে প্রাথমিক বাছাই ও ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া শেষে পাঁচটি দলকে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ করা হয়। নির্বাচিত দলগুলো হলো দ্য ব্রেইনিয়াক্স, টিম ক্যালসার, টিম এগ্রি উদ্যোগ, টিম অ্যাকুয়া সেন্স এবং টিম গ্রিন ডাই।

চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রস্তাবিত উদ্যোগের বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে। উপস্থাপনা শেষে প্রতিটি আইডিয়া নিয়ে বিচারকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উদ্যোগগুলোর সম্ভাব্যতা, বাস্তবায়ন কৌশল ও ব্যবসায়িক দিক পর্যালোচনা করা হয়।

চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলো তাদের উদ্যোগ উপস্থাপন করে। ‘দ্য ব্রেইনিয়াক্স’ কলা ও কমলার খোসাসহ জৈব আবর্জনা থেকে পরিবেশবান্ধব কাগজ তৈরির ধারণা তুলে ধরে। ‘টিম এগ্রি উদ্যোগ’ উপস্থাপন করে ‘কৃষি বন্ধু’ অ্যাপভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ফসল উৎপাদনের বিভিন্ন ধাপে দিকনির্দেশনা ও কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা থাকবে।

অন্যদিকে ‘টিম অ্যাকুয়া সেন্স’ বিনিয়োগ ও চাষ ব্যবস্থাপনাভিত্তিক একটি ইকোসিস্টেম এবং পানির গুণগত মান পর্যবেক্ষণ ডিভাইসের প্রোটোটাইপ উপস্থাপন করে। পাশাপাশি ‘টিম গ্রিন ডাই’ মাইক্রোঅর্গানিজম ব্যবহার করে পরিবেশবান্ধব রঞ্জক উৎপাদনের উদ্যোগ তুলে ধরে, যা টেক্সটাইল শিল্পে পরিবেশদূষণ কমাতে সহায়ক হতে পারে।

এর আগে অনলাইনে নিজেদের বিষয়বস্তু নিয়ে উপস্থাপন করেন ‘টিম ক্যালসার’। ডিমের খোসার বর্জ্য ব্যবস্থাপনা এবং খোসাকে জৈবিক সার হিসেবে ব্যবহার নিয়ে আলোচনা করেন তারা।

আইএডিএস-এর পরিচালক অধ্যাপক ড. ছাদেকা হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোফাইবার লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ড. মো. কামরুজ্জামান কায়সার এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, তরুন প্রজন্ম হলো বিশ্বের সত্যিকারের সম্পদ। তারাই সামনে বিশ্ব চালাবেন। দেশ থেকে বিশ্বদরবারে পৌঁছাতে তাদেরকে প্রস্তুত করার জন্যে এই প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ সিঁড়ি হয়ে থাকবে। আমার বিশ্বাস, একজন মানুষের মধ্যে পরিশ্রম, ধৈর্য্য এবং ভালো ব্যবহার থাকলে তার সাফল্য আসবেই। আমি তরুণকে আহ্বান জানাচ্ছি আপনাদের চিন্তাকে আরও বিকশিত করুন। কোথায় কোথায় আপনাদের মেধাকে বিনিয়োগ করার সুযোগ আছে সেটি খুঁজে বের করুন।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *