হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Food Engineering বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ‘মেহেরিন চৌধুরী লাবণ্য’। তিনি Rangpur Govt. Girls’ High School (২০২১ ব্যাচ) এবং Rangpur Govt. College (২০২৩ ব্যাচ)-এর প্রাক্তন ছাত্রী।
এই মেধাবী শিক্ষার্থী সম্প্রতি Blood Cancer (T-Cell Acute Lymphoblastic Leukemia)-এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে কেমোথেরাপি গ্রহণ করছেন। চিকিৎসকদের মতে, পরবর্তী ধাপে তার Bone Marrow Transplant প্রয়োজন হতে পারে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময়-সংবেদনশীল একটি চিকিৎসা।
লাবণ্যের চিকিৎসার আনুমানিক খরচ ৫০-৬০ লক্ষ টাকা। তার বাবা আর বেঁচে নেই। পরিবার ইতোমধ্যে তাদের সর্বস্ব ব্যয় করে চিকিৎসা শুরু করেছে, কিন্তু এই বিপুল খরচ এককভাবে বহন করা তাদের পক্ষে সম্ভব নয়।
লাবণ্যর চিকিৎসা সহযোগীতার অংশ হিসেবে Debating Society of HSTU ও RGC Debating Club এর যৌথ উদ্যোগে একটি অনলাইন ফান্ডরেইজিং বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। যার ক্রিয়েটিভ পার্টনারশিপ হিসেবে থাকছে TORKARI।
এই প্রতিযোগিতার দুটি পৃথক পর্ব রয়েছে—
🔹 Save Labonno: Beyond Arguments ISC(Inter School-College) Open Debate Competition
🔹 Save Labonno: Beyond Arguments BP Open Debate Competition
এই ফান্ড রেইজিং ডিবেট টুর্নামেন্টের অন্যতম আয়োজক, আর জি সি ডিবেটিং ক্লাবের আহ্বায়ক ফাহিম শাহরিয়ার বলেন, “আর জি সি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। মেহেরিন চৌধুরী লাবণ্যর অসুস্থতার কথা জানার পর থেকেই তার পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা একটি ফান্ড রেইজিং টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করতে থাকি। একই সময়ে Debating Society of HSTU থেকেও এ ধরনের উদ্যোগের পরিকল্পনা থাকায় আমরা যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিই, কারণ আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সর্বোচ্চ কল্যাণ সাধন সম্ভব।
এই উদ্যোগের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকলের প্রতি আর জি সি ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মেহেরিন চৌধুরী লাবণ্য একা নন, আমরা সকলেই তার এই যুদ্ধে পাশে আছি এবং থাকবো। এই মানবিক উদ্যোগে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য।”