কেবি কলেজে হুমকি-অত্যাচারের প্রতিবাদে শিক্ষকদের আমরণ অনশন

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান আমরণ অনশনে নেমেছেন। তার এই উদ্যোগে একাত্মতা জানিয়ে কলেজের সব শিক্ষকও আন্দোলনে অংশ নিয়েছেন।

অনশনের কারণ সম্পর্কে জানা যায়, কেবি কলেজকে বোমা মেরে ধ্বংস করার হুমকি, শিক্ষকদের হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখার ভয় দেখানো এবং প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে ভেতর-বাহির থেকে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এ কর্মসূচি নিয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে কলেজ প্রাঙ্গণে অনশন শুরু হয় এবং তা এখনো চলছে।

ইংরেজি বিভাগের শিক্ষক বি. এম. আব্দুল্লাহ রনি জানান, দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এক বৈঠকে অধ্যক্ষ ঘোষণা দেন, কলেজ ও শিক্ষকদের বিরুদ্ধে চলমান হুমকি এবং বহিরাগতদের অনুপ্রবেশের প্রতিবাদে তিনি আমরণ অনশনে বসবেন। তখন অন্যান্য শিক্ষকরা একসাথে থাকার সিদ্ধান্ত নেন।

তিনি আরো বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে আমরা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *