মো. খোকন মিয়া, কিশোরগঞ্জ (নীলফামারী):
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে গিয়ে দুই শিশুর প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব ডালিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দক্ষিণ রাজিব ডালিয়াপাড়ার বাসিন্দা মৃত শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭) এবং খাদেমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০)।
স্থানীয়দের ভাষ্যমতে, তারা বাড়ির পাশের ক্যানেলে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়, তবে দু’জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেড বাবু) বিষয়টি নিশ্চিত করেছেন।