এসডিএফ কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও গ্রীষ্মকালীন সবজি বীজ বিতরন

ওয়াল্ড ব্যাংকের অর্থায়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বাস্তবায়িত রেজিলিয়েন্স, এন্টারপ্রেনিয়রশীপ এন্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় গত ১৪ এপ্রিল (সোমবার) দিনাজপুর জেলা অফিসের অধীন ১ নং ধুকুরঝাড়ী ক্লাস্টারের কাটিহারী গ্রাম সমিতিতে এবং গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) ৫নং ভাবকী ক্লাস্টারের গোয়ালডিহি ময়দানডাঙ্গা গ্রাম সমিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ও গ্রীষ্মকালীন সবজি বীজ বিতরন করা হয়।
উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কর্মকর্তা ডা. ওসমান গনি (সিএইচএনও), জেলা কর্মকর্তা মো.এনামুল হক (সিএন্ডই)। এসময় সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসার (সিও), ক্লাস্টার ফ্যাসিলিটেটরগন উপস্থিত থেকে সহযোগিতা করেন।
উপকারভোগীদেও চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোঃ ওসমান গনি (ডিএইচএনও)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *