এস.কে মামুন, গাইবান্ধা:
গাইবান্ধা জেলার বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সম্মাননা পেলেন এসকেএস ফাউন্ডেশনের যুব ক্লাব সভাপতি মোছাঃ মমতাজ খাতুন। গত ৯ ডিসেম্বর ২০২৫, জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সমাজে অবদান রাখা নারীদের ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়।
জীবনের প্রতিকূলতা জয় করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখা, শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য এবং অর্থনৈতিক সক্ষমতা অর্জনকারী নারীদের স্বীকৃতি দিতেই এই সম্মাননা প্রদান করা হয়।
এ বছর এসকেএস ফাউন্ডেশনের ‘ইয়ুথ এমপ্লয়মেন্ট’ প্রকল্পের আওতায় গোবিন্দগঞ্জ যুব ক্লাবের সভাপতি মোছাঃ মমতাজ খাতুন ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে উপজেলা ও জেলা—উভয় পর্যায়ে পুরস্কার পেয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অদম্য নারী মমতাজ খাতুনের এই সাফল্যকে এসকেএস ফাউন্ডেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অনুপ্রেরণাদায়ক উদাহরণ হিসেবে বিবেচনা করছে। প্রতিষ্ঠানটি তাঁর এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।