IEEE Power & Energy Society – HSTU Student Branch Chapter এর শুভ উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের তত্ত্বাবধানে IEEE Power & Energy Society – HSTU Student Branch Chapter এর শুভ উদ্বোধন আজ সম্পন্ন হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিনির্ভর গবেষণা ও শিক্ষার্থীদের পেশাগত বিকাশে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

 IEEE HSTU Student Branch-এর কাউন্সিলর ও EEE বিভাগের সহকারী অধ্যাপক মো:শফিকুল ইসলাম। এছাড়াও অ্যাডভাইজার হিসেবে উপস্থিত ছিলেন: সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. ফেরদৌস ওয়াহিদ

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি (Chair): মোরছালিন (EEE ২১ ব্যাচ), সহসভাপতি (Vice Chair): রায়হান (EEE ২১ ব্যাচ), সেক্রেটারি: মো. রাজিকুল ইসলাম (EEE ২২ ব্যাচ), ট্রেজারার: নাহিদ হাসান (EEE ২২ ব্যাচ)

এই নতুন চ্যাপ্টারের উদ্দেশ্য হলো বিদ্যুৎ ও জ্বালানি খাতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, গবেষণামূলক সক্ষমতা ও উদ্ভাবনী মনোভাবের বিকাশ ঘটানো।

সভাপতি মোরছালিন বলেন, “IEEE Power & Energy Society Chapter–HSTU এর নেতৃত্বে আসা আমার জন্য অত্যন্ত সম্মানজনক। আমরা একটি উদ্ভাবনী, শিক্ষামূলক ও টেকসই প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করব, যা আমাদের সদস্যদের বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানে সক্ষম করে তুলবে।”

সেক্রেটারি মো. রাজিকুল ইসলাম বলেন, “আমাদের চ্যাপ্টার হবে এমন একটি পরিসর, যেখানে প্রযুক্তি ও নেতৃত্বের বিকাশ একসাথে ঘটবে। আমরা সবাই মিলে এমন কিছু কার্যক্রম হাতে নেবো যা শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সহসভাপতি রায়হান এবং ট্রেজারার নাহিদ হাসান-ও দায়িত্বগ্রহণের পর জানান, তারা টিমওয়ার্ক ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এই চ্যাপ্টারকে একটি কার্যকর ও অনুপ্রেরণামূলক সংগঠনে পরিণত করতে বদ্ধপরিকর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *