বাকৃবিতে বুয়েট ও বাকৃবি রোভার স্কাউট গ্রুপের যৌথ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

বাকৃবি বিশেষ সংবাদদাতা :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রোভার স্কাউট গ্রুপ এবং বাকৃবি রোভার স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে একটি শিক্ষামূলক সফর ও স্কাউটিং বিনিময় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ ক্যাম্পে দুর্যোগকালীন সময়ে জীবন ও সম্পদ রক্ষা, দ্রুত সাড়াদান এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় স্কাউটদের করণীয় সম্পর্কে বাস্তবমুখী ধারণা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসাথে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ক্যাম্প-২০২৬’ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ ক্যাম্পের মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে— প্রতিরোধ, প্রশমন, প্রস্তুতি, সাড়াদান এবং পুনরুদ্ধার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন বুয়েটের রোভার স্কাউট সম্পাদক অধ্যাপক ড. মো. খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মো. জহিরুল আলম।

আয়োজকরা জানান, এ সফরের মূল উদ্দেশ্য হলো দুই বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটদের মধ্যে নেতৃত্বগুণ বৃদ্ধি, শৃঙ্খলা ও দলগত কাজের দক্ষতা উন্নয়ন এবং স্কাউটিং বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান নিশ্চিত করা। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের স্কাউটদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *