হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা দুইজন 

হাবিপ্রবি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্মাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার সময় বিদ্যুৎ ও রাজু নামে ২ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (২৮শে জানুয়ারি) দুপুর ১১ টায় ডি ইউনিটের অর্ন্তভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও বিভাগ পরিবর্তনের ভর্তি পরীক্ষা দেয়ার সময় তাদেরকে আটক করা হয়৷ 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্সি দিতে আসা মোঃ বিদ্যুৎ হোসেন (৩১) জয়পুরহাট কালাই উপজেলার পাঁচপাইকা গ্রামের বাসিন্দা ও নিউক্লিয়াস কোচিং সেন্টার বৈরাগীর মোড় শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক এবং রাজু আহমেদ (২৯) ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ হোসেন জয়পুরহাটের হারাইল হাউজ স্টেটের বাসিন্দা আবুল হাসনাতের পুত্র হুজাইফা সাবিতের হয়ে প্রক্সি দিতে আসেন। প্রক্সি দেয়ার বিনিময়ে হুজাইফা সাবিতের মামা আবুজার গিফারীর সাথে বিদ্যুতের বাইক কিনে দেয়ার চুক্তি হয়। 

অন্যদিকে, রাজু আহমেদ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা এস.এম এনামুর রহমানের পুত্র আকীব রাহা তিতুমীরের হয়ে টাকার বিনিময়ে প্রক্সি দিতে আসেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা বলেন, বিগত ২ দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হলেও আজকে বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষা চলাকালীন অবস্থায় ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের সহযোগীতায় আমরা পুরো চক্রটিকে ধরার জন্য চেষ্টা করছি এবং যাদের হয়ে তারা পরীক্ষা দিতে এসেছেন তাদের পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *