বাকৃবিতে ২২ শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অনুমোদন, ৪ জনের ফল স্থগিত

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিভিন্ন বিভাগের ২২ জন শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি প্রদানের ফলাফল প্রকাশ করা হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায় বিভিন্ন বিভাগের মোট ২৬ জন পিএইচডি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের সুপারিশ করা হয়, যা পরবর্তী সিন্ডিকেট সভায় রিপোর্ট আকারে উপস্থাপনের শর্তে অনুমোদন পায়। বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন বাকৃবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপজ ড. জোয়ার্দার ফারুক আহমেদ।

এর মধ্যে প্রয়োজনীয় লাইব্রেরি ছাড়পত্র সম্পন্ন থাকায় ২২ জন শিক্ষার্থীর ক্ষেত্রে তাঁদের সংশ্লিষ্ট ডিসার্টেশনের শিরোনামের ভিত্তিতে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। পিএইচডি ডিগ্রী প্রাপ্তরা হলেন, জনাব মোঃ হাদিউজ্জামান (মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন), জনাব মোঃ জামিনুর রহমান (মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন), জনাব ছামিনা আইভি (মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন), জনাব মোঃ হায়দার আলী (প্যারাসাইটোলজি), জনাব মোঃ আসাদুজ্জামান জেমি (সার্জারি ও অবস্টেট্রিক্স), জনাব এ, বি, এম, মাহমুদ হাসান (কৃষিতত্ত্ব), জনাব আবদুল হান্নান (কৃষিতত্ত্ব), জনাব ইসরাত জাহান (কৃষিতত্ত্ব), জনাব মোঃ জসীম উদ্দিন (কৃষিতত্ত্ব), জনাব মোস্তাক আহমেদ (কৃষিতত্ত্ব), জনাব শামীমা আখতার (কৃষিতত্ত্ব), জনাব মুহাম্মদ মনিরুজ্জামান (উদ্যানতত্ত্ব), জনাব নিজাম উদ্দিন আহমেদ (উদ্যানতত্ত্ব), জনাব মোঃ সিরাজুল ইসলাম (কৃষি রসায়ন), জনাব ঊর্মি সাহা (বায়োটেকনোলজি), জনাব মোঃ আশরাফুল কবির (এনিমেল নিউট্রিশন), জনাব মোঃ শাহিন মিয়া (কৃষি অর্থনীতি), জনাব আল আমিন আল আব্বাসী (কৃষিব্যবসা ও বিপনন), জনাব সুব্রত সাহা (কৃষিব্যবসা ও বিপনন), জনাব মোঃ রায়হান হোসেন (একোয়াকালচার), জনাব রাশিদুল হাসান (একোয়াকালচার), জনাব শেখ ইসতিয়াক মোঃ শাহরিয়ার (ফিশারিজ ম্যানেজমেন্ট)।

তবে লাইব্রেরি পাওনা সংক্রান্ত ছাড়পত্র না থাকায় অবশিষ্ট চারজন শিক্ষার্থীর পিএইচডি ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তাঁদের ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গবেষণার মান ও একাডেমিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ ধরনের প্রশাসনিক প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *