বাকৃবি প্রতিনিধি:
পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাব অফ এগ্রি ভার্সিটির উদ্যোগে ৩৫তম রোটার্যাক্টরস’ ট্রেনিং ক্যাম্প-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে ।রবিবার (১৮জানুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ক্যাম্পটির উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
ছয় দিনব্যাপী এ কর্মশালায় সারা দেশ থেকে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫-এর অন্তর্ভুক্ত ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। এবারের প্রতিপাদ্য “ঐতিহ্য রক্ষা, অগ্রগতির অনুপ্রেরণা।”
জিটিআই অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে, ৩৫তম রোটার্যাক্টরস’ ট্রেনিং ক্যাম্প-২০২৬ এর চেয়ারম্যান রোটার্যাক্টর নিরুপা পালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, ৩৫তম রোটার্যাক্টরস’ ট্রেনিং ক্যাম্প এর কোর্স কো -অর্ডিনেটর প্রভাষক ডা মো. সবুজ রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ময়মনসিংহের রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান এ এইচ এম খালেকুজ্জামান এবং রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি রোটারিয়ান মঞ্জুরুল হক (কাজল) সহ অন্যান্য রোটারিয়ান সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রোটার্যাক্টরদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন,’এই প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর। এখান থেকে অর্জিত জ্ঞান প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। প্রশিক্ষণার্থীরা শৃঙ্খলা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে।
জিটিআই অধ্যাপক ড.বেনতুল মাওয়া বলেন,’এই প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষণার্থীদের নেতৃত্বের গুণাবলি ও ব্যক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করবে। যা পরবর্তী কর্মজীবনে সহায়ক হবে। সংগঠনের প্রতিটি সদস্যকে অত্যন্ত নিয়মানুবর্তিতার সাথে সকল কাজ করতে হবে।