বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত 

বাকৃবি সংবাদদাতা :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের (আইএডিএস) উদ্যোগে ‘বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪’ এ অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় বিজয়ী টিম ‘গ্রীন ডাই’।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় কনফারেন্স কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বাকৃবির কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. ছাদেকা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্স-জয়েন্ট ডিরেক্টর এবং মাইক্রোফাইবার লিমিটেডের ফাইনান্স ডিরেক্টর ড. মোঃ কায়সার কামরুজ্জামান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ২৫০ আইডিয়ার ভিতর থেকে ৫ টিমকে বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ।এ জন্য বিচারকদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তরুণ প্রজন্ম বাংলাদেশ তথা বিশ্বের সম্পদ। তারাই সামনের দিনে বাংলাদেশ চালাবে বিশ্ব চালাবে। তরুণ প্রজন্মকে তৈরি করার জন্য এটা একটা সত্যিই ভালো উদ্যোগ। পরিশ্রম, ধৈর্য এবং ভালো ব্যবহার ছাড়া সফল হওয়া যায় না।”

কৃষিবিদ ড. মো কায়সার কামরুজ্জামান বলেন,”  উদ্যোক্তা তৈরি করা খুব জরুরি এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা ছাত্র জীবনে থেকেই শুরু করতে হবে। তৈরী পোষাক শিল্পের সাথে সরাসরি কৃষি সম্পৃক্ত। এই শিল্পের প্রধান কাচামাল হলো তুলা। কিন্তু সিংহভাগ তুলা আমদানি করতে হয়। তাই তুলা চাষ বৃদ্ধির সাথে প্রযুক্তুগত উন্নয়ন করতে হবে। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে নতুন নতুন উদ্যোক্তা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনতে পারে।”

উল্লেখ্য, তিনটি বাছাই পর্বে প্রায় দুই শত পঞ্চাশটি দল অংশগ্রহণ করেন। প্রথম পর্বে এগারোটি টিম নির্বাচিত হলেও সেরা পাঁচটি টিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *