বাকৃবির ১২ শিক্ষার্থী পেলেন জাপানভিত্তিক এনইএফের আন্তর্জাতিক বৃত্তি

বাকৃবি সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন শিক্ষার্থী জাপানভিত্তিক সংস্থা ‘নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন’ (এনইএফ) থেকে আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মোছা. জান্নাতি আকতার বন্যা ও মো. আল আমিন, কৃষি অনুষদের মোছা মারিয়া খান আঁচল, জুবায়ের আমিন, শাহানা ইসলাম হৃদি, নিহারিকা মোহান্ত ও মোছা. আয়েশা খাতুন, পশুপালন অনুষদের মো. ইশতিয়াক উদ্দীন খান, ফাওজিয়া ফারিহা ও মো. শরীফ হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের উম্মে হানি মৌলি এবং সাদিয়া আফরোজ ইমা।

এসময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, যারা আমাদের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যারা আজকে বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের সবাইকে শুভকামনা জানাই। এই বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে, উচ্চশিক্ষায় তাদের অগ্রযাত্রাকে সহজ করবে। আমি আশা করবো, তোমরা তোমাদের এই অর্জন ধরে রাখবে এবং সামনে আরও ভালো ফলাফল করবে।

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সংস্থাটি ১৯৮৯ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন কার্যক্রমে সহায়তা প্রদানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে এনইএফ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে, যার মাধ্যমে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *