বাকৃবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাকৃবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের আওতায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ‘বিজ্ঞান ইউনিট’-এর ময়মনসিংহ কেন্দ্রের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এ বছর বাকৃবির ছয়টি অনুষদের আওতাধীন ১৪টি অঞ্চলে ১৩২টি কক্ষে মোট ৬ হাজার ২০৭ জন পরীক্ষার্থীর জন্য আসন ব্যবস্থা করা হয়।

ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র ও কক্ষ পরিদর্শন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলি, প্রফেসর ড. কাজী ফরহাদ কাদির, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।

পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর গণমাধ্যমকর্মীদের জানান, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৭০ থেকে প্রায় ৮০ শতাংশ হতে পারে। তিনি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।

উল্লেখ্য, বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষায় মোট ৪ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যা উপস্থিতির হিসাবে ৭৪ শতাংশের বেশি। এ পরীক্ষায় ইউনিট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। দেশের মোট আটটি বিভাগে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *