কুড়িগ্রাম শহরে বস্ত্রহীন বিকারগ্রস্ত নারী-পুরুষের অবাধ বিচরণ: উদ্বেগে সাধারণ মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় প্রায়ই দেখা মিলছে কিছু বিকারগ্রস্ত বস্ত্রহীন নারী-পুরুষের। তারা একেবারেই বস্ত্রহীন অবস্থায় জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছেন, যা স্থানীয় মানুষকে প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি করছে। শহরের মানুষের নিরাপত্তা, সামাজিক পরিবেশ ও মানবিক মূল্যবোধ—সবকিছুকেই এই পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে ফেলছে।

সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকলেও এসব মানুষের প্রতি প্রয়োজনীয় সুরক্ষা বা সহায়তা নিশ্চিত হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এসব ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং প্রতিবন্ধিতা অবস্থার অন্তর্ভুক্ত। কিন্তু “প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা ও অধিকার আইন ২০১৩” অনুযায়ী যেসব সেবা ও সুরক্ষা পাওয়ার কথা, তার বাস্তবায়ন কোথাও দেখা যাচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। শহরের প্রায় সব জনবহুল এলাকা—বাসস্ট্যান্ড, শাপলা চত্বর, কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে এমন চিত্র দেখা গেলেও প্রশাসন যেন নীরব।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদরের সমাজসেবা অফিসার জনাব মো. মশিউর রহমান মণ্ডলের সঙ্গে কথা বললে তিনি জানান, “বিষয়টি আমরা অবগত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছি।”

মানবাধিকারকর্মীরা বলছেন, চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্যসেবার আওতায় এনে এই মানুষগুলোর মর্যাদা, নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষা করা জরুরি। আইন থাকলেও বাস্তবায়নের অভাবে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এসব মানুষ অবহেলার অতলে তলিয়ে যাচ্ছে। সর্বোপরি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সাধারণ মানুষ মনে করেন, শুধু আইন থাকলেই হবে না; প্রয়োজন কার্যকর উদ্যোগ। না হলে মানবিকতার এই চরম বিপর্যয় চলতেই থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *