বাকৃবিতে ৩৫০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ

বাকৃবি প্রতিনিধি 

বাংলাদেশের মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে বিভিন্ন জলাশয়ে মাছের ‘পোনামাছ অবমুক্তি কার্যক্রম–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশাঁ খা হল সংলগ্ন পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

শুক্রবার (১০অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মৎস্য অধিদপ্তরের পরিচালক ড. নিপেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যাপক ড. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন-অর-রশীদ, অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং ময়মনসিংহের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা ও গবেষণার সমন্বয় অত্যন্ত জরুরি। মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সারা জেলায় মোট ৯০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র বাকৃবিতেই ৩৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *