৫ অক্টোবর শুরু হচ্ছে বাকৃবির ক্লাস, হল খুলবে ৩ অক্টোবর 

বাকৃবি প্রতিনিধি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান দীর্ঘ ২৩ দিনের অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। আগামী ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস পরীক্ষা শুরু হবে এবং ৩ অক্টোবর সকাল ৯ টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলসমূহে উঠতে পারবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালক মহোদয়গণ ঘোষণা করবেন।

উল্লেখ্য,  গত ৩১ আগস্ট অনুষ্ঠিত শিক্ষা পরিষদের সভা শেষে উদ্ভূত পরিস্থিতির কারণে ঐদিন রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল  ৯ টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করায় আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *