বাকৃবি উপাচার্যের আশ্বাসে কেবি কলেজ শিক্ষকদের অনশন স্থগিত

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার আশ্বাসে কেবি কলেজের শিক্ষকরা তাদের চলমান অনশন কর্মসূচি স্থগিত করেছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেন কেবি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক বি. এম. আব্দুল্লাহ রনি। তিনি জানান, উপাচার্য দ্রুত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই আশ্বাসেই শনিবার সন্ধ্যায় অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর থেকে কলেজে বোমা হামলার হুমকি, শিক্ষকদের শারীরিক ক্ষতির আতঙ্ক, হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখার ভয় এবং বহিরাগত-অভ্যন্তরীণ ষড়যন্ত্রের প্রতিবাদে কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমানের সঙ্গে একাত্ম হয়ে আমরণ অনশনে যোগ দেন অন্যান্য শিক্ষকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *