বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সংগঠন সংগঠন হোপস অফ হিউম্যানিটি সেন্টারের (এইচএইচসি) উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত হয়েছে দুইদিন ব্যাপী মেয়েদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে ওই প্রশিক্ষণ শুরু হয় এবং বুধবার (১০ সেপ্টেম্বর) শেষ হয়।
প্রশিক্ষণটিতে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ৩০ জনেরও বেশি ছাত্রী অংশ নেয় এবং প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষক ইসরাত জাহান এবং ইব্রাহিম খলিল।
প্রশিক্ষকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা চীনা ও জাপানি মার্শাল আর্টের মৌলিক কৌশল শিখে, যা আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপস অব হিউম্যানিটি সেন্টারের প্রতিষ্ঠাতা ও এমডি এস এম সাজ্জাদ উল ইসলাম, ব্র্যাক আরএইচআরএন-২ এর ডিওয়াইএম নুসরাত জাহান, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিকনা সাহা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৭ম শ্রেণির এক শিক্ষার্থী জানান, এই প্রশিক্ষণের আগে আমি ভয় পেতাম একা হাঁটতে। এখন আমি সাহসী ও আত্মবিশ্বাসী। প্রয়োজনে আমি নিজেকে রক্ষা করতে পারব।
প্রশিক্ষক ইসরাত জাহান বলেন, আত্মরক্ষা শুধু কৌশল নয়- এটি একটি মানসিকতা। এই দুই দিনে আমরা দেখাতে চেয়েছি, শক্তি তাদের ভেতরেই আছে; প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা।
নুসরাত জাহান বলেন, যখন মেয়েরা জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়, তখন তারা সমাজের পরিবর্তনকারী শক্তি হয়ে ওঠে। ব্র্যাক গর্বিত যে হোপস অব হিউম্যানিটি সেন্টারের এই উদ্যোগে পাশে থাকতে পেরেছে।
হোপস অব হিউম্যানিটি সেন্টারের প্রতিষ্ঠাতা ও এমডি এস এম সাজ্জাদ উল ইসলাম বলেন, আমাদের স্বপ্ন হলো প্রতিটি মেয়েকে শক্তিশালী, নির্ভীক এবং প্রস্তুত দেখা। এই প্রশিক্ষণ শুধু মার্শাল আর্ট নয়, বরং সাহস, মর্যাদা ও আশার বীজ রোপণ করা। আমরা আরও অনেক স্কুল ও কমিউনিটিতে পৌঁছাবো, যাতে কোনো মেয়ে নিজেকে অসুরক্ষিত না মনে করে।