১০০০ গাছের চারা বিতরণ করলো হোপস অফ হিউম্যানিটি সেন্টার

বাকৃবি প্রতিনিধি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র সংগঠন  হোপস অফ হিউম্যানিটি সেন্টারের উদ্যোগে এবং ব্র‍্যাকের আর্থিক সহায়তায় আয়োজিত হয়েছে সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচি। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের কেওয়াটখালী কমিউনিটিতে দুপুর দেড়টায় এ আয়োজন শুরু হয়। এই কর্মসূচির আওতায় আজ ৮০০ এবং গতকাল (৪সেপ্টেম্বর) ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল স্কুলে ২০০, দুইদিনে মোট ১০০০টি আম্রপালি  চারাগাছ শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর  বাকৃবি শিক্ষার্থী এস এম সাজ্জাদ উল ইসলাম। তিনি বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, মানবতার জন্যও একটি কল্যাণকর কাজ। আমরা চাই সারা বাংলাদেশে সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে।”

এবিষয়ে প্রিমিয়ার আইডিয়াল স্কুলের  প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের আশা তুলে দেওয়া। আমাদের স্কুল থেকে এই কর্মসূচির সূচনা হওয়ায় আমরা গর্বিত।”

কেওয়াটখালী কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বলেন, “এই চারাগাছ শুধু ছায়া আর অক্সিজেন দেবে না, বরং প্রমাণ করবে যে মানুষ একসাথে হলে সমাজ বদলানো সম্ভব। হোপস অফ হিউম্যানিটি সেন্টারকে আমরা ধন্যবাদ জানাই।”

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি সারা বাংলাদেশে বিস্তৃত করা হবে এবং এরই ধারাবাহিকতায় খুলনা ও বাগেরহাট জেলায় ২০০০টি চারাগাছ বিতরণ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *