বাকৃবিতে ১০০ খামারীকে প্রশিক্ষণ দিলো জিয়া ফাউন্ডেশন

বাকৃবি প্রতিনিধি:

কৃষকদের আদর্শ খামারি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা। এতে অংশগ্রহণ করেন ময়মনসিংহের সুতিয়াখালী অঞ্চলের ১০০ জন নারী ও পুরুষ খামারি। 

শনিবার (৩০ আগস্ট ) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাষী মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। 

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. রেজাউল করিম মিয়া এবং সঞ্চালনা করেন ডা. মো. বয়জার রহমান।

কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কৃষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। কর্মশালায় খামার পরিকল্পনা, রোগবালাই প্রতিরোধ, খামারভিত্তিক আর্থিক ব্যবস্থাপনা ও কৃষিপণ্যের বাজারজাতকরণ বিষয়ে আলোচনা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা অপরিহার্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন খরচ হ্রাস এবং বাজারমুখী পরিকল্পনা প্রণয়ন করলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

প্রধান অতিথি অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “দেশের কৃষি খাতকে টেকসই করার জন্য খামার ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এ দেশের ৮০ ভাগ লোক হচ্ছে কৃষক। কৃষকরা চাষাবাদ করে তাই এদের উন্নতি কিভাবে করা যায় সেটাই আমাদের চিন্তা। গবেষণা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে একত্রিত করে আমরা কৃষকদের জন্য কার্যকর নির্দেশিকা তৈরি করতে চাই। সঠিক পরিকল্পনা, রোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা ও বাজার ব্যবস্থাপনা নিয়ে খামার ব্যবস্থাপনাকে সাজাতে হবে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এ খাত আরও সমৃদ্ধ হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *