মো. খোকন মিয়া, কিশোরগঞ্জ (নীলফামারী):
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ডালিমের (৪২) গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার চেংমারী ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে ঘন্টাব্যাপী মানববন্ধনে রূপ নেয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ডালিম সদর ইউনিয়নের চেংমারী মধ্য রাজিব এলাকার শুল মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়রা বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ বাড়তে পারে।