বিশেষ প্রতিনিধি :
পেঁয়াজের বাজারে অস্থিরতা কাটছেই না। পাইকারি বাজারে সামান্য দাম কমলেও খুচরা পর্যায়ে তার প্রভাব পড়েনি। ঢাকায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকায়। খুচরা বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটের কারণে দাম ধরে রাখতে বাধ্য হচ্ছেন তারা।
পাইকাররা বলছেন, মৌসুমি পেঁয়াজের মজুত ফুরিয়ে আসায় বাজারে সরবরাহ কমেছে। এর ফলে পাইকারি দরে এক মণ পেঁয়াজ ১২০০–১৪০০ টাকা থেকে বেড়ে ২২০০–২৫০০ টাকায় পৌঁছেছে। ভারত থেকে আমদানি কমে যাওয়ায় চাপ আরও বেড়েছে।
কারওয়ান বাজারের আড়তদার আবুল কালাম জানান, “আগে প্রতিদিন ট্রাকে ট্রাকে পেঁয়াজ আসতো। এখন অনেক দিনেও একটি ট্রাক আসে না। সরবরাহ না থাকায় পাইকারি দামে অস্থিরতা তৈরি হচ্ছে।”
অন্যদিকে ক্রেতারা অভিযোগ করছেন, হঠাৎ করে প্রতি কেজি পেঁয়াজে ২০–২৫ টাকা বাড়ানো অযৌক্তিক। রাজধানীর আজমপুর বাজারে গৃহিণী শারমিন আক্তার বলেন, “এক মাস আগেও পেঁয়াজ ৬৫ টাকায় কিনেছি। এখন সেটাই ৭৫–৮০ টাকা। কাঁচামরিচ তো একেবারেই হাতের বাইরে চলে গেছে।” বর্তমানে রাজধানীতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী, এক মাসে খুচরায় পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। গত বছর একই সময়ে কেজিপ্রতি পেঁয়াজ ছিল ১১০–১২০ টাকা।
ব্যবসায়ীরা মনে করছেন, সরকার দ্রুত আমদানির ব্যবস্থা না নিলে এই অস্থিরতা আরও বাড়বে। ভোক্তাদের অভিযোগ, বাজারে প্রতিযোগিতা না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।