বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে “জুলাই ৩৬” বাস্কেটবল টুর্নামেন্ট- ২০২৫ । বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৪টায় ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে এ আয়োজন করা হয়। জুলাই শহীদদের স্মরণে বাকৃবির ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজক হিসেবে আছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার সামাজিক সংগঠন পূর্বাশা ক্লাব।
পূর্বাশা ক্লাবের সভাপতি ও বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির, বাকৃবির ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আসাদুল হক।
খেলায় অংশগ্রহণকারী ৭ টি দলের নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৭ জনের নামে। এর মধ্যে বাকৃবি শিক্ষার্থীদের ২ টি দল, পূর্বাশা ক্লাবের ৩টি, ময়মনসিংহ জেলা স্কুলের ১টি এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একটি দল অংশগ্রহণ করেছে। আগামী ২৪ তারিখ পর্যন্ত খেলার ২টি রাউন্ড এবং পরবর্তীতে ফাইনাল অনুষ্ঠিত হবে।
খেলার আয়োজন নিয়ে পূর্বাশা ক্লাবের সভাপতি ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। জুলাই মাসে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি এক ধরনের অঙ্গীকার হিসেবেই আমরা এ আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “বাস্কেটবল একটি বিশেষ ধরনের খেলা। এর জন্য যে ধরনের শারীরিক কাঠামো ও পর্যাপ্ত পরিবেশ প্রয়োজন তা এই বিশ্ববিদ্যালয়ে নেই। আমরা বিশ্বাস করি, আমাদের এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে নবীন প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হবে।
“সুস্থ দেহে সুন্দর মন” খেলাধুলা যেমন শক্তির উৎস, তেমনি এই ধরনের খেলাধুলা সবাইকে অসুন্দর ও অশ্লীল কর্মকাণ্ড থেকে দূরে রাখবে, সুস্থ রাখবে, এই প্রত্যাশাতেই আমরা এ আয়োজন করেছি।”