কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হলেন কৃষিবিদ রফিকুল ইসলাম

বাকৃবি প্রতিনিধি

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ রফিকুল ইসলাম। মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।

বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার জানান, রফিকুল ইসলাম ২০০০-২০০১ শিক্ষাবর্ষে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং পরে কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সরকারি ওয়েবসাইটের তথ্যমতে, রফিকুল ইসলাম সম্প্রতি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বোর্ড চেয়ারম্যান ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, দেশের শীর্ষ প্রশাসনিক পদে প্রাক্তন শিক্ষার্থীদের দেখা পাওয়া বাকৃবির জন্য গৌরবের বিষয়। আমরা গর্বিত যে আমাদের একজন প্রাক্তন শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন। এটা বর্তমান শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *