গাইবান্ধায় শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস. কে মামুন, গাইবান্ধা:

১৬ আগস্ট ২০২৫ তারিখে শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদ, গাইবান্ধা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জননেতা মোঃ মাহমুদুন নবী টিটুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির আহ্বায়ক মোঃ শহীদুজ্জামান শহীদ।

সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম বুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমীন চৌধুরী।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির তাৎপর্য ও এর বাস্তবায়নে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *