বাকৃবিতে ১২শ আসনের শহীদ জামাল হোসেন হলের ছাদ ঢালাই উদ্বোধন

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ জামাল হোসেন হল সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পূর্বে ২৫০ আসনের টিনশেড হলে সীমাবদ্ধ থাকলেও এখন এটি আধুনিক সুযোগ-সুবিধাসহ ১০ তলা বিশিষ্ট ১২শ আসনের বৃহৎ আবাসিক হলে রূপ নিচ্ছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া হলটির ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।  

মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির শুরু হয় এবং উপাচার্য রেডিমিক্স ব্যবহার করে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল বলেন, “নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় হল। আমরা আশাবাদী যে ২০২৬-২৭ সালের মধ্যে কাজ শেষ হবে। এতে দীর্ঘদিনের ছাত্রদের আবাসন সংকট নিরসনে বড় ধরনের পরিবর্তন আসবে। পূর্বে হলে মাত্র ২৫০ আসন ছিল যা নতুনভাবে নির্মাণের পর ১০ তলা বিশিষ্ট আধুনিক ভবনে রূপান্তরিত হয়ে ১২শ আসনের বিশাল ক্ষমতা অর্জন করবে। নতুন হলে থাকবে আধুনিক সকল সুযোগ-সুবিধা যা শিক্ষার্থীদের পড়াশোনা ও আবাসনের পরিবেশকে আরও উন্নত করবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *