বাকৃবির তাপসী রাবেয়া হলে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় হল কতৃপক্ষ  ওই অনুষ্ঠানের আয়োজন করে।

তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি  অধ্যাপক ড. মাহবুবা জাহান,হাউস টিউটরবৃন্দ, নবীন শিক্ষার্থী, হল প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উপহার এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. মোহাম্মদ শহীদুল  হক  বলেন, ‘তোমরা সবাই তাপসী রাবেয়ার মত জ্ঞানী মহীয়সী নারী হিসেবে নিজেদের গড়ে তুলবে।’

হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী বলেন,’তোমাদের  হলে সুষ্ঠু পড়ালেখার পরিবেশ পেতে আমি সর্বদা সচেষ্ট থাকব।’

উল্লেখ্য, বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের আগামী ১১ আগস্ট থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *